কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জ সংবাদদাতা মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯টি দোকান থেকে নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা ও এনডিসি তন্ময় ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মোটরযান অধ্যাদেশ, ড্রাগ এ্যাক্ট ও বাজার ব্যবস্থাপনা আইনে ৯টি প্রতিষ্ঠান থেকে নগদ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন। মৌলভীবাজার ড্রাগ সুপার, বিএসটিআই এর পরিদর্শক, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সনক কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন।